ওজোপাডিকোর তুঘলকি কারবারের বিরুদ্ধে শীঘ্রই সংবাদ সম্মেলন থেকে বৃহত্তর কর্মসূচি
সংগ্রাম কমিটি’র আলোচনা সভায় বক্তারা
খবর বিজ্ঞপ্তি
প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি, খুলনা আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, পদ্মার এপারের একুশ জেলা নিয়ে গঠিত ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী জনগনের অর্থ হাতিয়ে নেয়ার অপকৌশল হিসেবে প্রিপেইড মিটার নামক যন্ত্রণা গ্রাহকদের ওপর চাপিয়ে দিয়েছে। সেই সাথে ওজোপাডিকো কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে ছয় মাসের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানের প্রতিশ্রæতি দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এজন্য সংগ্রাম কমিটির পক্ষ থেকে শীঘ্রই সংবাদ সম্মেলন থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।
প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি রোধে করণীয় বিষয়ে গতকাল শুক্রবার বিকেলে নগরীর বিএমএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগ্রাম কমিটির আহবায়ক ও খুলনা বিএমএ’র সভাপতি ডা: শেখ বাহারুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় এসময় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আফম মহসীন, সংগঠনের যুগ্ম-আহবায়ক শরীফ শফিকুল হামিদ চন্দন, কেসিআরএ’র সভাপতি এইচ এম আলাউদ্দিন, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার রায়, কনসেন্সের নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, এস এম সোহরাব হোসেন, অধ্যাপক আহসান হাবিব, প্রির্জাভেশনের সভাপতি এম মোস্তফা কামাল, সোনালী প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত আরা হিরা, মো: সাবির খান, মো: ফরহাদ বিশ্বাস, মিঠু বিশ্বাস, বণাণী সুলতানা ঝুমু, শেখ আইনুল হক, মো: শাহীনুর রহমান প্রমুখ।