ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
তথ্য বিবরণী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার দুপুরে খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিটিভির খুলনা জেলা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর ও জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা।
অতিথিরা বলেন, আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে যা যা করণীয় সরকার সব কিছুই করছে। সরকার শিশুদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শিশুরা নতুন করে জানবে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারেব। পরে অতিথিরা বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।