December 21, 2024
আঞ্চলিকলেটেস্ট

ঐতিহাসিক ৭ই মার্চ এবং জন্মশতবার্ষিকীতে আ’লীগের বর্ণাঢ্য কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৭ মার্চ বর্ণাঢ্য ভাবে পালনের জন্য মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ঐতিহাসিক ৭ মার্চে সকাল ৭.৩০ মিনিটে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধু’র ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দলীয় কার্যালয় সহ সকল ওয়ার্ডে এবং ইউনিট অফিসে বঙ্গবন্ধু’র ভাষণ প্রচার, জেলা প্রশাসনের বিকাল ৩টার কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করা, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার সিদ্ধান্ত হয়। অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ১৬ মার্চে সন্ধ্যায় সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ হাদিস পার্কে শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন, রাত সাড়ে ৮টায় আলোচনা সভা, বই বিতরণ এবং সঙ্গীতানুষ্ঠান, এবং রাত ১২.০১ মিনিটে অর্থাৎ ১৭ মার্চ প্রথম প্রহরে কেককাটা, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে শীববাড়ি মোড়ে ১২.০১ মিনিটে কেককাটা, সকাল ৭.৩০ মিনিটে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কেককাটা এবং দলীয় কার্যালয়ে কোরআন তেলোয়াত, বাদ জোহর প্রত্যেক মসজিদে মাদ্রাসায় বিশেষ দোয়া এবং মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার সিদ্ধান্ত হয়।

সদর ও সোনাডাঙ্গা থানার প্রত্যেক ওয়ার্ড বাদ্যযন্ত্র ও নানা ধরনের ফেস্টুন সহকারে মিছিল সহকারে মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেযর আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *