ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে হবে : শেখ হারুন
পাইকগাছা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ভোটের মাঠে নেমে পড়তে হবে। এই নৌকা মন্টুর না। এই নৌকা বঙ্গবন্ধুর, এই নৌকা জননেত্রী শেখ হাসিনার। প্রার্থী কে সেটা বড় কথা নয়, প্রতীক নৌকা। আমাদের সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপলক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা আ’লীগের সভাপতি ও মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।
সম্মানিত অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি এড. সোহরাব আলী সানা, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আ’লীগ নেতা এড. নিমাই চন্দ্র রায়, এড. ফরিদ আহমেদ, আলহাজ্ব জোবায়ের আহমেদ জবা, মোঃ রফিকুর রহমান রিপন, এড. শাহা আলম, ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, জয়ন্তী রানী সরদার, ফারহানা হালিম, এম এ রিয়াজ কচি, সরদার জাকির হোসেন, জামিল খান, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক খান সাইফুল ইসলাম, খায়রুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফি আজাদ বান্টি, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারন সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, জেলা মহীলা আ’লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, পাপিয়া সরোয়ার, জয়ন্তি সরকার, হোসনেয়ারা চম্পা।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু এবং যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মজিদ গোলদার ও রুহুল আমিন বিশ্বাস, আ’লীগ নেতা কৃষ্ণপদ মন্ডল, সাবেক ছাত্রনেতা এড. শেখ আবুল কালাম আজাদ, পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন / এম জে এফ