এস ও এস হারম্যান মেইনার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার এস ও এস হারম্যান মেইনার স্কুল খুলনায় বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন ও ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও এস ও এস শিশু পল্লীর প্রকল্প পরিচালক মোঃ শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেগম মাজেদা আলী, বিদ্যালয়ের অধ্যক্ষ ইন্দ্রজিৎ কুমার মন্ডল, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী, আগত অতিথিবৃন্দ ও অভিভাবক-অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।