এস ও এস হারম্যান মেইনার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
এস ও এস হারম্যান মেইনার স্কুল খুলনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ গতকাল বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের দৈহিক বিকাশে ক্রীড়াকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বিদ্যালয়কে তিনি একটা মডেল বিদ্যালয় হিসেবে অভিহিত করেন।
অধ্যক্ষ ইন্দ্রজিৎ কুমার মন্ডলের তত্ত¡াবধানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসেস হোসনে আরা পারভীনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৪টি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।