January 9, 2025
আঞ্চলিক

এসডিজি বাস্তবায়নে বেতাগা হতে পারে রোল মডেল : বিভাগীয় কমিশনার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, এসডিজি বাস্তবায়নে বেতাগা হতে পারে সারাদেশের মধ্যে একটি রোল মডেল। ইতোমধ্যে বেতাগা ইউনিয়ন পরিষদের এসডিজি বাস্তবায়নে ব্যপক ভ‚মিকা রয়েছে। তিনি গতকাল বুধবার বেলা ১১টায় বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বেতাগা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না, যার নিজের ঘর নেই তাকেও একটি ঘর নির্মাণ করে দেয়া হবে। সমাজ হতে মাদকদ্রব্যে অপব্যাবহার সম্পূর্নরুপে রোধ করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে মিলেমিশে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

বেতাগা ফুটবল ময়দানে অনুষ্ঠিত বেতাগা দিবসে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর শ্যামল কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম। এতে সভাপতিত্ব করেন অত্র ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক নাজমুল হুদা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অলিক কুমার দাশ।

অনুষ্ঠানে উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান, কন্যাবর্তিকা কর্মসুচির আওতায় বাইসাইকেল ও আর্থিক সহায়তা প্রদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপূর্বে দুর্যোগ সহনীয় বাসগৃহ এবং বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বীতলের উদ্বোধন করেন।

এসময় ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরাসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সংবাদকর্মী, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বেতাগা দিবস অনুষ্ঠানে বেতাগা ফুটবল ময়দানে সচেতনতামূলক, শিক্ষামূলক সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বিষয়ক ৫১টি স্টল বসে। এদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *