এসএসসির আজকের ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা পিছিয়েছে
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এমসিকিউর প্রশ্নের সঙ্গে ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন ছাপা হওয়ায় আটটি সাধারণ বোর্ডের আজ বুধবারের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২ মার্চ দুপুর ২টায় এই পরীক্ষা নেওয়া হবে বলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানিয়েছেন।
তিনি মঙ্গলবার রাতে বলেন, যশোর বোর্ডের ভুল প্রশ্ন ছাপা হওয়ায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন বোর্ডে এবার নিয়মিত পরীক্ষার্থীদের আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হচ্ছে। তবে অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা সব বোর্ডে একই প্রশ্নে নেওয়া হচ্ছে। যশোর বোর্ডের প্রশ্ন ভুল মুদ্রণ হলেও শুধু অনিয়মিত পরীক্ষার্থীরা ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষার্থী হওয়ার আটটি সাধারণ বোর্ডের এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান তপন।