January 20, 2025
খেলাধুলা

এশিয়া কাপের ব্যাপারে গাঙ্গুলির মন্তব্য মূল্যহীন : পিসিবি

এবারের এশিয়া কাপ নিয়ে যেন একপ্রকার সার্কাসে মেতেছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড। বুধবার ভারতীয় ক্রিকেটের প্রধান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, বাতিল হয়ে গেছে এবারের এশিয়া কাপ। কিন্তু পরদিন অর্থাৎ আজ আবার এটিকে উড়িয়ে দিয়েছেন পিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান সামিউল হাসান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, সামিউল হাসান সাফ জানিয়েছেন এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে ভারতীয় বোর্ডের চেয়ারম্যান গাঙ্গুলির কথার কোন মূল্য নেই। কেননা এ সিদ্ধান্ত নেয়ার দায়ভার পুরোপুরি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)।

সামিউল হাসান বলেছেন, ‘এশিয়া কাপের ব্যাপারে সৌরভ গাঙ্গুলি যা বলেছে, তার কোন প্রভাব নেই। সে যদি প্রতি সপ্তাহেও এ বিষয়ে কথা বলে থাকে, তবু এর কোন মূল্য থাকবে না।’

তিনি আরও যোগ করেন, ‘এশিয়া কাপের বিষয়ে সব সিদ্ধান্ত নেবে এসিসি। বাতিলের ঘোষণা দিতে পারেন শুধুমাত্র এসিসি চেয়ারম্যান নাজমুল হাসান। আমরা যতটুকু জানি, এসিসির পরবর্তীর সভার তারিখ এখনও ঠিক হয়নি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

এদিকে পিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যানের কথার ঠিক উল্টোটাই বলেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তিনি আবার গাঙ্গুলির সুরে সুর মিলিয়ে বলেছেন, সত্যিই বাতিল হয়ে গেছে এবারের এশিয়া কাপ। এটি আগামী বছর হতে পারে বলে জানিয়েছেন পিসিবি বিগ বস।

ভারতের আরেক সংবাদমাধ্যম টাইমস নাউকে এহসান মানি বলেছেন, ‘এসিসি চেষ্টা করছে আগামী বছর এশিয়া কাপ আয়োজন করতে। চলতি বছর এটি করা খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমরা এ বছর এটি শ্রীলঙ্কায় আয়োজনের কথা ভেবেছিলাম। কারণ সেখানে করোনাভাইরাসের সংক্রমণ তুলনামূলক কম। এখানে কোন রাজনীতির প্রভাব ছিল না। ক্রিকেটকে নিরাপদ রাখতেই এমনটা ভাবা হয়েছিল।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *