এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ নগর ইসলামী আন্দোলনের
খবর বিজ্ঞপ্তি
এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন এক বিবৃতিতে বলেন, কয়েকটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি আকস্মিক ভাবে সিলিন্ডার প্রতি ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের এলপি গ্যাস তৈরির কাঁচামালের মূল্যবৃদ্ধি করেনি বা এমন কিছুই ঘটেনি যে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিশেষ করে স্বল্প ও নি¤œ আয়ের মানুষ হিমশিম খাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে এলপি গ্যাসের বর্ধিতমূল্য প্রত্যাহারের আহŸান জানান।