এরশাদ বিরোধীদলীয় নেতা, প্রজ্ঞাপন জারি
দক্ষিণাঞ্চল ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে বুধবার জাতীয় সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া এরশাদের ছোটভাই দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে করা হয়েছে বিরোধীদলীয় উপনেতা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং গোলাম মোহাম্মদ কাদেরকে (লালমনিরহাট-৩) বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।
গত ৩০ ডিসেম্বর জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবে ভোটে অংশ নেয়। এই নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। জাতীয় পার্টি এককভাবে পেয়েছে ২২টি আসন। গত সংসদে জাতীয় পার্টি সরকারে ও বিরোধী দলে থাকলেও এবার দলটি বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছে।