এরশাদের মৃত্যুতে জেলা ও মহানগর জাপার ২য় দিনের কর্মসূচি পালন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি’র চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে ২য় দিনে গতকাল সকাল থেকে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে জাপার খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে সকাল থেকে কোরআন তেলওয়াত, জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং সন্ধ্যা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ খুলনা মহানগর জাপার আহŸায়ক এড. এস এম মনজুর উল আলম, জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর সদস্য সচিব মোল্যা শওকত হোসেন বাবুল, আলহাজ্ব ইসমাইল খান টিপু, রিয়াজ উদ্দিন হাওলাদার, শেখ জাহাঙ্গীর হোসেন, এড. মাহাতাব উদ্দিন, জি এম বাবুল, এড. এস এম মাসুদুর রহমান, শাহরিয়ার নাজিম, প্রিন্স হোসেন কালু, মাজার জোয়ার্দ্দার পান, এজাজ আহমেদ, শফিকুল ইসলাম বাচ্চু, গাজী খোকন, শহিদ হাওলাদার, গাজী মোশাররফ হোসেন, অপূর্ব দত্ত নেকু, মোঃ মুনছুর, গাজী রেজাউল, বাদল হাওলাদর, ইউসুফ হোসেন রাহুল, মোঃ খলিল প্রমুখ। অনুষ্ঠান শেষে সিদ্ধান্ত হয় আগামী ১৭-০৭-২০১৯ তারিখ বুধবার বাদ আসর ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এতে জেলা ও মহানগরের সর্বস্তরের নেতাকর্মী ও খুলনাবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।