এম২ চিপের নতুন ম্যাক নিয়ে পরীক্ষা চালাচ্ছে অ্যাপল
ম্যাক কম্পিউটারের নতুন সংস্করণে এম২ চিপের ব্যবহার নিয়ে পরীক্ষা শুরু করেছে অ্যাপল ইনকর্পোরেটেড। অ্যাপলের ডেভেলপার লগে মিলেছে এম সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার তথ্য।
বৃহস্পতিবার ডেভেলপার লগের বরাত দিয়ে নতুন চিপ নিয়ে পরীক্ষার-নিরীক্ষার খবর জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
নতুন অন্তত নয়টি ম্যাক কম্পিউটারে এম২ চিপের অন্তত চারটি ভিন্ন ভিন্ন সংস্করণের কার্যক্ষমতা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
ম্যাক কম্পিউটারের বিদ্যমান মডেলগুলোতে এম১ চিপের বিভিন্ন সংস্করণ ব্যবহার করছে অ্যাপল। সেই এম১ চিপের উত্তরসূরী হিসেবেই বাজারে আসবে এম২ চিপগুলো।
রয়টার্স জানিয়েছে, নতুন একটি ম্যাক মিনিতেও এম১ প্রো চিপ পরীক্ষা করে দেখছে অ্যাপল। ম্যাকবুক প্রো’র ১৪ ও ১৬ ইঞ্চি মডেলেও একই চিপসেট রেখেছে অ্যাপল।
ডেস্কটপ কম্পিউটারের জন্য মার্চ মাসেই নতুন চিপসেট দেখিয়েছে অ্যাপল। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক নিজস্ব নকশার চিপ উন্মোচন করেছে অ্যাপল। ফলে কম্পিউটারের চিপের বেলায় ইনটেলের ওপর নির্ভরশীলতা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছে এ কোম্পানি।
গেল বছরেই নিজস্ব নকশার চিপনির্ভর নতুন দুটি ম্যাকবুক প্রো উন্মোচন করেছিল অ্যাপল। সে সময় থেকেই ইনটেলের সঙ্গে অ্যাপলের দূরত্ব আরও স্পষ্ট হওয়া শুরু করে।
এ প্রসঙ্গে অ্যাপলের তাৎক্ষণিক কোনো মন্তব্য জানতে পারেনি রয়টার্স।