এমপি সেখ জুয়েলের সুস্থতা কামনায় জেলা প্রশাসনের দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, তার সহধর্মিনী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা ও ছোট পুত্রের আশু সুস্থতা কামনায় জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে বিভিন্ন মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ সদস্য বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
খুলনা টাউন জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন টাউন মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আবু সালেহ। দোয়া অনুষ্ঠানে সর্বস্তরের মুসল্লীরা অংশ নেয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ