April 20, 2025
আঞ্চলিক

এমপি সেখ জুয়েলের পক্ষে প্রেসক্লাবে পিপিই, চশমা ও হ্যান্ড গ্লোভস প্রদান

খবর বিজ্ঞপ্তি

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইক্্ুযইপমেন্ট (পিপিই), চশমা ও হ্যান্ড গেøাভস প্রদান করা হয়েছে।

খুলনা সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজার কাছে  ৫০টি পিপিই, ৫০টি চশমা ও ১০০টি হ্যান্ড গেøাভস হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, খুলনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মোঃ সাইফুল ইসলাম, জেলা পিপি এ্যাড. এনামুল হক, খুলনা বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইউসুফ আলী, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও নির্বাহী সদস্য মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, রফিউল ইসলাম টুটুল, সুনীল কুমার দাস, শেখ তৌহিদুল ইসলাম প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *