এমপি লুৎফুল্লাহর প্রয়াত পুত্র অনিকের স্মরণে সভা, দোয়া অনুষ্ঠান
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ ও এ,করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খাঁন লিপির একমাত্র পুত্র অনিক আজিজ স্বাক্ষরের অকাল প্রয়াণে স্মরণ সভা, দোয়ানুষ্ঠান ও পোশাক বিতরণ করা হয়েছে। তালা উপজেলার কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুল চত্বরে মঙ্গলবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি কাজী নজরুল ইসলাম হিল্লোলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে আবেগাপ্লæত বক্তব্য রাখেন প্রয়াতের পিতা এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জাহান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুর ইসলাম, কমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমাল কুমার, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অনিক আজিজ’র মা নাসরীন খাঁন লিপি, শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে অনিক আজিজের রুহের মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার আলহাজ্ব¡ মুফতি মনিরুল ইসলাম। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মাঝে পোশাক বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালে ২১ জানুয়ারী রাজধানী ঢাকার ন্যামভবনে অনিক আজিজ অকালে আতœহনন করেন। তখন তার বয়স হয়েছিল ২৬ বছর।