এমপি’র মায়ের সুস্থতা কামনায় হরিঢালীতে দোয়া ও আলোচনা
কপিলমুনি প্রতিনিধি
খুলনা-৬ আসনের এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র অসুস্থ্য মাতা ফাতিমা খানমের সুস্থ্যতা কামনা করে বুধবার বিকেলে হরিঢালীর উঃ সলুয়া গ্রামের এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিঢালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের আহবায়ক শেখ বেনজির আহমেদ বাচ্চু।
সরদার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বর নুরুল ইসলাম নুরু, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি দেব প্রসাদ দত্ত দেবু, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, কৃষকলীগের থানা সদস্য সন্দীপ কুমার দে, ইউনিয়ন সভাপতি তাপস কুমার ব্যানার্জী, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ফারুক হোসেন, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক গাজী রুহুল আমিন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ আবুল কাসেম, স্বেচ্ছাসেবক লীগের অমিত মজুমদার বাপি, ছাত্রনেতা ইমরান হোসেন প্রিন্স, কৃষকলীগের পলাশ কুমার হরি, এইচ এম আব্দুল মান্নান, বিপ্লব কান্তি দাশ, আহসান হাবিব প্রমুখ।