এমডিএ বাবুল রানা’র করোনা প্রতিরোধ দ্রব্য বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে সচেতনতামূলক লিফলেট, সাবান, হ্যাÐ ওয়াশ, মাস্ক, জীবানু নাশক স্প্রে বিতরণ করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর ২৯নং ওয়ার্ডের হাজী মহাসিন রোড, খানজাহান আলী রোড, ফকির বাড়ি লেন, সাউথ সেন্ট্রাল রোড, গগনবাবু রোডের বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং বাড়িতে পুলিশিং কমিটির উদ্যোগে তিনি লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সদর থানার অফিসার্স ইনচার্জ, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, হারুন মানু, ফেরদৌসী আলম রিতা, শবনম মোস্তারী বকুল, শেখ মো. মাসুদ কবীর, ইলিয়াছ হোসেন লাবু, কেএম চঞ্চল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।