এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নবম ওয়েজবোর্ডের গেজেট প্রত্যাখ্যান করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, সাংবাদিকদের দাবি ছিল অষ্টম ওয়েজবোর্ডে সংবাদপত্রের ক্যাটাগরি নির্ধারনের ক্ষেত্রে চাতুর্যের আশ্রয় নিয়ে সাংবাদিকদের বেতন স্কেলে বৈষম্য সৃষ্টি করা বিধান সংশোধনের। কিন্তু নবম ওয়েজবোর্ডে তাও উপেক্ষা করা হয়েছে। অবিলম্বে প্রকাশিত গেজেট বাতিল করে সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সকল সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর্ভূক্ত করে ওয়েজবোর্ড পুনর্গঠন ও সংশোধিত গেজেট প্রকাশ করতে হবে। তা না হলে সাংবাদিক সমাজ আন্দোলনের মাধ্যমে এ ধরনের হঠকারী পদক্ষেপের প্রতিকার করবে ইনশাআল্লাহ।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এ সব কথা বলেন। ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এহতেশামুল হক শাওন। এতে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক সাধারণ সম্পাদক এইচএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সদস্য সেলিম গাজী প্রমুখ।