এবার হলো না বাংলাদেশের ইংল্যান্ড বধ
ক্রীড়া ডেস্ক
গত দুই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সেই সাফল্যধারা ধরে রাখতে পারেনি তারা এই আসরে। গতকাল শনিবার ইংল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়ে হেরে গেছে তারা।
জেসন রয়ের দুর্দান্ত এক ইনিংসের জবাব সাকিব আল হাসান দিলেন সেঞ্চুরিতে। কিন্তু ইংল্যান্ডের রান উৎসব মাটি করতে পারলো না বাংলাদেশ। ৩৮৭ রানের লক্ষ্যে নেমে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচ তারা হারলো ১০৬ রানে। ৪৮.৫ ওভারে ২৮০ রানে অলআউট হয়ে গেছে মাশরাফির দল।
দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল ৬৩ রানে বিদায় নিলে সাকিব প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিমের সঙ্গে। কিন্তু প্রয়োজনীয় রান রেটের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। সাকিবের ব্যাটে গতি থাকলেও ইংল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়েছিল তারা।
সাকিব ১২১ রান করেন ১১৯ বলে। মুশফিক ৪৪ রানে আউট হন। এরপর কেবল মাহমুদউলাহ (২৮ ), মোসাদ্দেক হোসেন (২৬) ও মেহেদী হাসান মিরাজ (১২) দুই অঙ্কের ঘরে পৌঁছান। বল হাতে জোফরা আর্চার ও বেন স্টোকস নেন ৩টি করে উইকেট।