এবার রাশিয়া-চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে ইরান
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ ও সৌদি আরবের সঙ্গে উত্তেজনার মধ্যেই ওমান সাগরে রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে বলে জানিয়েছে ইরান।
বুধবার (২৭ নভেম্বর) দেশটির নৌবাহিনীর কমান্ডার হোসেইন খানজাদি এক বিবৃতিতে এ কথা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক মহড়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খানজাদি বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের জন্য কোনো হুমকি নয়। কিন্তু ওয়াশিংটন এখানে অনিরাপত্তা বৃদ্ধি করে চলেছে।
‘যদি আমেরিকানরা ইরানের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো ভুল করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী তার উপযুক্ত জবাব দেবে।’
লোহিত সাগর ও সুয়েজ খাল অঞ্চলে ইরানি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে তেহরান আন্তর্জাতিক জলসীমায় ৬৪টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলেও জানান হোসেইন খানজাদি।