January 21, 2025
আন্তর্জাতিককরোনা

এবার মৃত্যুর পরিসংখ্যানে ব্রাজিলও ছাড়িয়ে গেলো চীনকে

করোনায় মৃত্যুর পরিসংখ্যানে চীনকেও ছাড়িয়ে গেলো লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি হিসেবে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৭ জনে। অন্যদিকে সরকারি হিসেবে চীনে এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৭২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসকে যথাযথ গুরত্বের সঙ্গে আমলে নেয়নি ব্রাজিল। যদিও দেশটিতে বর্তমানে ভাইরাসের সংক্রমণে ঠেকাতে নানা মাত্রায় বিধিনিষেধ আছে। কিন্তু চলতি মাসের শুরুতেও এসব বিধিনিষেধ তুলে নিতে একদল আন্দোলনকারীর জমায়েতে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। করোনা পরিস্থিতিতে যেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত ও গণজমায়েত পরিহার করতে বলা হচ্ছে, সে সময় বলসোনারোর এমন আচরণ বিতর্ক উসকে দেয়।

বলসোনারো এর আগে বিভিন্ন সময় বলসোনারো করোনা ভাইরাসকে নাকচও করেন। এটি অনেকটা সাধারণ ফ্লুর মতোই, এ ধরনের মন্তব্যও করেন তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *