December 27, 2024
খেলাধুলা

এবার বিশ্বকাপে থাকছে সুপার ওভার

 

 

 

ক্রীড়া ডেস্ক

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভিন্নতা আনার ঘোষণা আগেই দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি। এই আসরে সেটাই ঘটবে যা ওয়ানডে ক্রিকেটে কখনো দেখা যায়নি। এবারই প্রথমবারের মতো থাকছে সুপার ওভার।

সাধারণত টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ টাই হলে অতিরিক্ত এক ওভার খেলার মাধ্যমে জয়-পরাজয় নির্ধারণ করা হয়। সেটাই এবার করা হবে ওয়ানডে বিশ্বকাপে। তবে প্রতিটি ম্যাচ নয়, শুধু মাত্র সেমিফাইনালের ২টি ও ফাইনাল ম্যাচটিতে হবে সুপার ওভার।

সুপার ওভারে এক দলের দুজন করে ব্যাসম্যান ব্যাট করতে পারবেন। গ্র“প পর্বের ৪৫টি ম্যাচে কখনো যদি টাই হয় তবে সমান এক পয়েন্ট করে দেওয়া হবে। গ্র“প পর্ব শেষে পয়েন্ট সংখ্যা সমান হলে প্রথমে দেখা হবে কোন দল বেশি জয় পেয়েছে। যদি সেটাও সমান থাকে তখন দেখা হবে রান রেট। যদি সেটাও মিলে যায় তখন দেখা হবে মুখোমুখি দেখায় কোন দল জয় পেয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *