এবার বলিউডে “উইঙ্ক গার্ল” প্রিয়া !
মনে আছে তামিল অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার এর কথা? যে তার চোখ টিপ মেরে কয়েকদিনের মধ্যেই জয় করে ফেলেছিল কোটি কোটি তরুণের প্রাণ ! সেই প্রিয়া প্রকাশ ভারিয়ার এবার চান্স পেতে যাচ্ছে বলিউডে।
১৯ বছর বয়সী এই অভিনেত্রীকে সর্বপ্রথম ভিকি কৌশল এর সাথে মুম্বাইতে দেখা যায় উড়ি সিনেমার স্ক্রিনিংয়ে। যেটার মাধ্যমে ধারণা করা হচ্ছে হয়তোবা ভিকি কৌশল এর হাত ধরে তার বলিউড আগমন ঘটতে পারে। কোটি তরুণের মন জয় করা প্রিয়া ভারিয়ারকে কয়েকদিন আগের রণবীর সিং এর সাথে একটি সেলফি তো দেখা গিয়েছে, যেটি হয়তোবা বলিউডে তার আগমনের কোন ইশারা !