September 14, 2025
করোনাজাতীয়লেটেস্ট

এবার ঢামেকের প্যাথলজিতে করোনার থাবা, আক্রান্ত ২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগের দুই টেকনোলজিস্টের করোনা ভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ দু’জনের মধ্যে একজন সরকারি কর্মচারী, আরেকজন দৈনিক চুক্তিতে কাজ করেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ।

তিনি বলেন, ‘এ দুই টেকনোলজিস্ট আমাদের প্যাথলজিতে কাজ করেন। গত দু’দিন আগে কিছুটা অসুস্থ বোধ করায় তারা ঢামেকে করোনা ভাইরাস পরীক্ষা করান। তাদের দু’জনের পরীক্ষার ফলই পজিটিভ এসেছে।’

তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাস পজিটিভ আসলেও তারা দু’জন ভালো আছেন। তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। পরে তাদের দুজনের যদি কোনো সমস্যা হয়, দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।’

ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘কোভিড-১৯ এ আক্রান্ত আনুমানিক তিন থেকে চারজনকে অন্য রোগের কারণে অস্ত্রোপচার করা হয়েছে। এদের মধ্যে দুয়েকজনের জানা ছিল যে তারা এ রোগে আক্রান্ত। বাকিদের জানা ছিল না। পরে পরীক্ষার মাধ্যমে পজিটিভ আসে তাদের। আমরা অনেক আগে থেকেই করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য একটি অপারেশন থিয়েটার বরাদ্দ দিয়েছি। ১০৬ নম্বর ইমার্জেন্সি অস্ত্রোপচার কক্ষটি কোভিড রোগীদের জন্য ঘোষণা করা হয়েছে।’

এদিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত প্যাথলজি বিভাগ থেকে একটি সূত্র জানান, তাদের এখানে সিবিসি ও ডেঙ্গু পরীক্ষাসহ প্রায় ৫২ রকম পরীক্ষা করা হয়। সরাসরি হাসপাতালে ভর্তি রোগীরা এখানে পরীক্ষার জন্য আসেন।

তারা বলেন, ‘ওয়ার্ড থেকেই যদি রোগীদের রক্ত সংগ্রহ করে সেগুলো প্যাথলজিতে পাঠিয়ে দিতো, তাহলে আমরা পরীক্ষা করে রিপোর্ট ওয়ার্ডে পাঠাতাম। কিন্তু দেখা যায়, রক্ত সংগ্রহ না করে সরাসরি রোগীকে কাগজ দিয়ে পাঠিয়ে দেওয়া হয় আমাদের প্যাথলজিতে। যদি ওর্য়াড থেকেই সরাসরি রোগীকে না পাঠিয়ে তাদেন রক্ত সংগ্রহ করে আমাদের এখানে পাঠানো হতো, তাহলে মনে হয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যেতো। তবে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *