November 27, 2024
খেলাধুলা

এবার টি-টোয়েন্টিতেও নতুন রাজা পাবে ক্রিকেট বিশ্ব

আবুধাবি থেকে দুবাই- ১১৭ কিলোমিটার দূরত্বের দুই শহরে দুই দিনে তাসমান সাগরপাড়ের দুই দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার শ্বাসরুদ্ধকর জয় দেখলো ক্রিকেটবিশ্ব। ২০১০ ও ২০০৯ সালের আসরের বিশ্ব চ্যাম্পিয়নদের যাত্রা সেমিতেই থামিয়ে দিয়েছে দুই প্রতিবেশী দেশ।

যার ফলে আগামী ১৪ নভেম্বর (রোববার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন কোনো দলের ক্যাবিনেটেই যুক্ত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। ২০১৯ সালের আসরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এবার টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শিরোপা জেতার অপেক্ষা এক দল।

অস্ট্রেলিয়া
ওয়ানডে বিশ্বকাপকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলা অস্ট্রেলিয়ার ট্রফি ক্যাবিনেটে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের কোনো শিরোপাই নেই। ২০১০ বিশ্বকাপের ফাইনালই অজিদের সর্বোচ্চ সাফল্য। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় অজিদের।

২০১২ সালের আসরেও সেমিফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া। তবে সেবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৪ রানে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় অস্ট্রেলিয়ার। ২০১৪ ও ২০১৬ সালের গল্পগুলো এক- সুপার টেন থেকে অজিদের বিদায়।

এবার ২০২১ বিশ্বকাপের সেমিফাইনালে এসে ১১ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল অস্ট্রেলিয়া। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের টিকিট কেটেছে অস্ট্রেলিয়া। তাদের সামনে সুযোগ প্রথম শিরোপা জেতার।

নিউজিল্যান্ড
ওয়ানডে বিশ্বকাপে ২০১৫ সালেই ‘সেমিফাইনাল হার্ডল’ কাটিয়েছে নিউজিল্যান্ড। তারপরও কেউ যদি নিউজিল্যান্ডকে ‘সেমিফাইনাল টিম’ বলেও থাকেন, তিনি মোটেও ভুল করছেন না। কারণ আগের ছয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেই উঠতে পারেনি কিউইরা।

২০০৭ সালের আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুমেই সেমিফাইনাল খেলে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে ফাইনাল আর খেলা হয়নি ব্ল্যাক ক্যাপসদের। এরপর কখনও শ্রীলঙ্কা, কখনও ইংল্যান্ড বাধা হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথে।

২০১৪ সালের আসরে চট্টগ্রামে ৬০ রানে অলআউট করে আরও একবার কিউইদের সেমিতে ওঠার ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কা। ২০১৬ সালে নয় বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে কিউইরা। দিল্লিতে ১৭ বল হাতে রেখে ৭ উইকেটের ইংল্যান্ডের বিশাল জয়ে আবারও সেমিতেই থমকে যায় কিউইদের বিশ্বকাপ যাত্রা।

পাঁচ বছর পর এবার আবুধাবিতে সেমিফাইনালে ইংল্যান্ডকে পেয়ে ‘দিল্লির প্রতিশোধ’ নেওয়ার সুযোগ আর হাতছাড়া করেনি কেইন উইলিয়ামসনের দল। ইংলিশদের ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ব্ল্যাক ক্যাপসরা।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন দেখেছিল ক্রিকেটবিশ্ব। দুই বছর পর অন্য সংস্করণেও নতুন কোনো দলের মাথায় শিরোপার মুকুট দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *