এবার কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার কামরাঙ্গীরচরে গভীর রাতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, রাত পৌনে ২টার দিকে কামরাঙ্গীরচরের লোহার পুল এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন এরশাদ।
এর আগে গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুন লেগে ২২ জনের মৃত্যু হয়। পরে জানা যায়, ওই কারখানার অনুমোদনই ছিল না।