January 20, 2025
আন্তর্জাতিককরোনা

এবার করোনার ভ্যাকসিন অনুমোদন দিল চীন

রাশিয়ার পর এবার চীন করোনা ভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। দেশটি বলছে, তাদের ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে ‘নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা তৈরি করে’।

রোববার (১৭ আগস্ট) চীন এ ভ্যাকসিনের অনুমোদন দেয়। চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) টুইটারে জানায়, চীন কোভিড-১৯ এর ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। যা তৈরি করেছে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়েইর দল। ভ্যাকসিনটির দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে, এটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম।

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, এই ভ্যাকসিন ‘নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরি করে’।

৩২০ জন ‘স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবী’ এ ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেন। যাদের বয়স ১৮ থেকে ৫৯ এর মধ্যে। এদের মধ্যে ৯৬ জন প্রথম ধাপে এবং বাকি ২২৪ জন অংশ নেন দ্বিতীয় ধাপের ট্রায়ালে।

এর আগে রাশিয়া বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন অনুমোদন দেয়।

২০১৯ সালের শেষদিকে চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ২৭৯ জনের । এর রোগে আক্রান্ত হয়েছেন আরও ২ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৭৮২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ৩৪৭ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *