January 19, 2025
বিনোদন জগৎ

এবারে গ্রামি অ্যাওয়ার্ড জিতে নিলেন যারা

সংগীত শিল্পের সবচেয়ে বড় ও মর্যাদাকর পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলসে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কারণে কয়েক দফা বিলম্বিত হয়ে অবশেষে পুরস্কার প্রদান করা হলো ১৪ মার্চ (রবিবার)।

গত বছরের নভেম্বরে গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২১ এর মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বিয়ন্স নোলস, টেইলর সুইফট ও ডুয়া লিপা মনোনয়ন পাওয়াদের মধ্যে এগিয়ে ছিলেন অনেক আগে থেকেই।

এবার এক নজরে দেখা যাক চলতি বছরে গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া বিজয়ীদের তালিকা –

বছরের সেরা অ্যালবাম
ফোকলোর – টেলর সুইফট

রেকর্ড অফ দ্য ইয়ার
এভরিথিং আই ওয়ান্টেড – বিলি আইলিশ

বছরের সেরা গান
আই কান্ট ব্রেথ – এইচ.ই.আর

সেরা নতুন শিল্পী
মেগান থি স্ট্যালিয়ন

সেরা পপ একক পারফরম্যান্স
ওয়াটার মিলন সুগার – হ্যারি স্টাইলস

সেরা পপ দ্বৈত / গ্রুপ পারফরম্যান্স
রাইন আরিয়ানা গ্র্যান্ডের এবং লেডি গাগা

সেরা র্যাপ গান
সেভেজ (রিমিক্স) – মেগান থি স্ট্যালিয়ন ফিউচারিং বিয়ন্সে

সেরা র্যাপ অ্যালবাম
কিং’স ডিজিজ – নাস

সেরা পপ অ্যালবাম
ফিউচার নস্টালজিয়া – ডুয়া লিপা

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *