December 21, 2024
আঞ্চলিক

এনইউবিটি খুলনাতে সামার সেমিস্টার’র এ্যাডমিশন ফেয়ার শুরু

খবর বিজ্ঞপ্তি

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার মার্চ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে মার্চ ১৬, ২০২০ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে।

এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়াদ্দার, এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও সহযোগী অধ্যাপক এস.এম. মনিরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইবিটি খুলনা এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল, আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ. (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ. (ইংরেজী) ও এম.এস.এস. (অর্থনীতি) কোর্স চালু আছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *