এনইউবিটিতে দু’দিন ব্যাপী পরিবেশ সচেতনতামূলক কর্মশালা শুরু
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর স্থ্যপত্য বিভাগ ও পুরকৌশল বিভাগের উদ্যোগে দুদিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিবেশ বিষয়ক সচেতনেতার লক্ষ্যেবৃক্ষরোপন, র্যালি, সিনেমা প্রদর্শনী, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের অধ্যাপক প্রফেসর ড. আব্দুল¬াহ ইউসুফ আল হারুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. শাহ আলম, স্থ্যপত্য বিভাগ বিভাগের বিভাগীয় প্রধান সরদার শাকিল আহমেদ, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ ওই সংশি¬ষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।