এনআইডির মূল কাজ আগারগাঁওয়ে, মনিটরিং করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কার্যক্রম আগারগাঁওয়েই থাকবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ শুধু মনিটরিং করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে এলে অধিদফতর করা হবে কিনা—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইডির মূল কাজ ওই দিকেই (আগারগাঁওয়ে) থাকবে। এখান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) থেকে মনিটরিং হবে। এনআইডি নিয়ে অনেকে অনেক বিতর্ক করছেন। এটা তো হলো এমন এক জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও এনআইডি লাগে, মোবাইলে এনআইডি লাগে, শনাক্ত করতে এনআইডি লাগে।
এনআইডির কার্যক্রম কবে নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসছে—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তো অন্য প্রসঙ্গ। মাত্র সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। এটা লম্বা সময় লাগবে। আমাদের মন্ত্রণালয় একটা ব্যবস্থার মাধ্যমে কাজ শুরু করবে।
এর আগে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলেও কোনো জটিলতা সৃষ্টি হবে না। এ জন্য বিশেষজ্ঞদের পরামর্শসহ অন্যদের মতামতও নেওয়া হয়েছে। তারা ইতিবাচক মতও দিয়েছেন। এখন এনআইডি নিয়ে যেসব কথা বলা হচ্ছে, তা নিছক অবান্তর। সরকার জেনে বুঝেই এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনছে।
জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সব সেবা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে বলা হয়, এনআইডি কার্যক্রম নির্বাহী বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়ায় বিভিন্ন দেশের উদাহরণের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। এ প্রক্রিয়ার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০১০-এর প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে। ‘নির্বাচন কমিশন’ শব্দটির পরিবর্তে ‘সরকার’ প্রতিস্থাপন করা যেতে পারে। বর্তমান অবকাঠামো ও জনবলকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া যেতে পারে। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করে। এরই মধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানা গেছে।
২০১০ সালে জাতীয় পরিচয় নিবন্ধন আইন পাস হওয়ার পর একটি স্বয়ংসম্পূর্ণ এনআইডি বিভাগ তৈরি করা হয়েছিল। ২০০৭-০৮ সালে দেশে ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে ছবিযুক্ত এনআইডি কার্ড ইস্যু শুরু হয়।