এড. বাবুল হাওলাদার যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন-এর একাদশ জাতীয় সম্মেলনের কাউন্সিল গত ২৭ জুলাই রাজধানীর বিএমএ ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে খুলনা জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা এড. মোঃ বাবুল হাওলাদার সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, কাউন্সিলে হাফিজ আদনান রিয়াদ সভাপতি, খান আসাদুজ্জামান মাসুম সাধারণ সম্পাদক, আশিকুল ইসলাম জুয়েল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী কেন্দ্রীয় কমিটি সদস্য নির্বাচিত হয়েছেন। এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ইউনিয়নের খুলনা’র নেতৃবৃন্দ।