এড. ফিরোজ আহমেদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাবেক কেন্দ্রীয় সদস্য, খুলনা নগর কমিটির সাবেক সভাপতি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমানুষের নেতা কমরেড এডভোকেট ফিরোজ আহমেদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (সোমবার)। তিনি ২০১৪ সালের এ দিনে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কমরেড ফিরোজ আহমেদ সিপিবি ছাড়াও ছাত্র ইউনিয়নের খুলনা জেলা সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতি, বিএল কলেজের ভিপি, খুলনা জেলা আইনজীবী সমিতির চার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, টিইউসি’র খুলনা জেলা সভাপতির দায়িত্ব পালন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা, রূপসা ব্রিজ নির্মাণ, লবণ পানিতে চিংড়ি চাষের বিরুদ্ধে, দেবহাটা-কালিগঞ্জসহ এ অঞ্চলের ভূমিহীন আন্দোলন, সর্বোপরি কৃষক-শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের আন্দোলনে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর সিপিবি’র উদ্যোগে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।