December 22, 2024
আঞ্চলিক

এড. ফিরোজ আহমেদের চিন্তা চেতনায় মেধায় মননে ছিল শোষণমুক্তির লড়াই

সিপিবি আয়োজিত স্মরণসভায় বক্তারা

 

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাবেক কেন্দ্রীয় সদস্য, খুলনা নগর কমিটির সাবেক সভাপতি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমানুষের নেতা কমরেড এডভোকেট ফিরোজ আহমেদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা মহানগর কমিটির উদ্যোগে স্মরণসভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, ফিরোজ আহমেদের পুত্র ব্যারিস্টার তৌফিক আহমেদ, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কিংশুক রায়, এস এম বাবর আলী, শ্রীবাস অধিকারী, ফজলুল হক, অধ্যাপক সঞ্জয় সাহা, ফিরোজ মাহমুদ, সরকার ভূষণ চন্দ্র তরুণ, শ্রমিক নেতা রুস্তম আলী হাওলাদার, রঙ্গলাল মৃধা, এস এম ইমরান সাঈদ চন্দন, মোঃ হেলাল, সাবেক ছাত্রনেতা এড. সুব্রত কুÐু, মহেন্দ্র নাথ সেন, হুমায়ুন কবির, অশোক বিশ্বাস, শরিফুল ইসলাম সেলিম, পলাশ দাস, এড. প্রীতিষ মÐল, যুব ইউনিয়ন নেতা এড. নিত্যানন্দ ঢালী, আব্দুল হালিম, শাহিনা আক্তার, প্রভাষক জয়ন্ত মুখার্জী, আফজাল হোসেন রাজু, এড. খান আজরফ হোসেন মামুন, হরষিৎ মÐল, কৃষকনেতা এড. হিমাংশু বাইন, এড. প্রণব কান্তি গোলদার, রাহাত খান, শ্রমিকনেতা মোঃ নূরুল ইসলাম, মোঃ সোহেল মিয়া, অশোক ঘোষ, দুলাল সরকার, আইআরভি’র কাজী খালিদ পাশা জয়, ছাত্রনেতা উত্তম রায়, সৌমিত্র সৌরভ, সুমাইয়া বান্না, রুকাইয়া ইয়াসমিন রিয়া, রুখশানা ইয়াসমিন রেশমি প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, স্কুল জীবনে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পণ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, শ্রমিক রাজনীতি, আমৃত্যু সিপিবি’র রাজনীতির সাথে ছিলেন। তাঁর চিন্তা-চেতনায়, মেধায়-মননে ছিল শোষণমুক্তির লড়াই।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *