এটিএম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিচার শুরু
দক্ষিণাঞ্চল ডেস্ক
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার নাশকতা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করা হয়।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কেসব রায় চৌধুরী আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ মে দিন ধার্য করেন। এটিএম আজহারুল ইসলামসহ ১৪ জনকে আদালতে হাজির করা হয়। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রতাশা করেন। মামলার অপর আসামি শিবির নেতা দেলোয়ার হোসেন শুরু থেকে পলাতক রয়েছেন।
২০১০ সালে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে এটিএম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন পুলিশ। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।