January 20, 2025
খেলাধুলা

এখন থেকে সেনাবাহিনীতে আরও বেশি সময় দেবেন ধোনি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর কখনও ভারতের জার্সি গায়ে মাঠে দেখা যাবে না তাকে। আইপিএলকেও হয়তো আগামী মৌসুমের আগেই বিদায় বলে দেবেন ভারতের ইতিহাসের সফলতম এ অধিনায়ক। সবাইকে অবাক করে দিয়ে দেশের স্বাধীনতা দিবসে অবসরের ঘোষণা দিয়েছেন ধোনি।

এ সিদ্ধান্তে ক্রিকেট অঙ্গনে ভক্তদের মাঝে নেমে এসেছে কষ্টের আবহ। তবে ধোনির ব্যবসায়িক অংশীদার ও কাছের বন্ধু অরুন পান্ডে দেখছেন অন্য সুযোগ। তার মতে, অবসর নিয়ে ফেলায় এখন সেনাবাহিনীতে আরও বেশি সময় দিতে পারবেন ধোনি। এতে বেশ খুশি অরুণ পান্ডে।

তবে তিনি মনে করেছিলেন, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দেবেন ধোনি। কিন্তু বিশ্বকাপটি পিছিয়ে যাওয়ায় ধোনির সামনে আর পথ খোলা ছিল না। তাই এমন তাড়াহুড়ো করেই ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। যদিও এ খবরটি ধোনির বন্ধুমহলের কেউ জানতো না বলেই দাবি করেছেন অরুন।

ভারতের সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে অরুন পান্ডে বলেছেন, ‘জানতাম ধোনি শীঘ্রই অবসর নেবে। কিন্তু সঠিক সময়টা আমরা কেউই জানতাম না। যাই হোক এটা সম্পূর্ণ তাঁরই ব্যাপার। ধোনি আইপিএল প্রস্তুতি শুরু করেছিল কিন্তু প্রথমে সেটা স্থগিত হল এবং তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপও পিছিয়ে গেলো।’

‘ধোনি মানসিকভাবে মুক্ত হতে চাইছিল। ১৫ আগস্ট দেশের সেনাবাহিনীর জন্য একটা বিশেষ দিন। ধোনি এই ব্যাপারটাকে মাথায় রেখেছিল। তবে নিঃসন্দেহে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়া ওর অবসর ঘোষণার একটা বড় কারণ।’

বর্তমানে ভারতের টেরিটোরিয়াল আর্মির সম্মানসূচক লেফটেন্যান্ট কর্ণেল পদে রয়েছেন ধোনি। ২০১৯ সালের বিশ্বকাপ শেষে প্রায় এক মাসের বেশি সময় ধরে প্যারাস্যুট রেজিমেন্টের সঙ্গে ট্রেনিংও করেছিলেন তিনি। আর এখন সেটি আরও বেশি করে সম্ভব হলে আশাবাদ অরুন পান্ডের।

তিনি বলেন, ‘এখন একটা বিষয় নিশ্চিত যে, ধোনি আর্মির সঙ্গে আরও বেশি সময় কাটাবে। একইসঙ্গে কমার্শিয়াল চুক্তিগুলোর জন্যও সময় দিতে হবে। আমরা একসঙ্গে বসে এ বিষয়ে যথাযথ পরিকল্পনা সাজাবো। গত বিশ্বকাপের পর থেকে আমরা ১০টা নতুন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছি। যা ধোনির ব্র্যান্ড ভ্যালুও অনেক বাড়িয়ে দেবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *