November 30, 2024
জাতীয়

এখনও ধোঁয়া উড়ছে সুন্দরবনে

মঙ্গলবার সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী গহীন বনের আগুন নেভানো হলেও বুধবার সেখানকার কয়েকটি স্থান থেকে ধোঁয়া উড়তে দেখায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দেয়ার কাজ শুরু করেছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন করে কোনো আগুন লাগেনি। সোমবার যে স্থানে আগুন লেগেছিল মঙ্গলবার বিকেলে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপরও বুধবার দুপুরের দিকে আগুনে পুড়ে যাওয়া এলাকার কয়েকটি স্থানে ধোঁয়া দেখতে পাওয়ায় আবারও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দেয়া শুরু করেছে।

তিনি আরও বলেন, বুধবার অধিকতর সতর্কতার অংশ হিসেবে আগুন লাগা স্থান পরিদর্শন করার কথা ছিল বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। আমরা নির্ধারিত সেই কাজটি করছি।

এ বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, নতুন কোনো স্থানে আগুন লাগেনি। পূর্বের আগুন লাগার কয়েকটি স্থানে আবারও ধোঁয়া দেখতে পাওয়ায় সতর্কতা হিসেবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দিচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *