এক সপ্তাহ না যেতেই মহা বিপদে বার্সার নতুন প্রেসিডেন্ট
বার্সেলোনার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার এক সপ্তাহ যেতে না যেতেই মহা সঙ্কটের মুখে হুয়ান লাপোর্তা। দায়িত্ব নেয়ার পরপরই মাঠের বিপর্যয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লিওনেল মেসিরা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে কাতালানরা।
সেখানে থেমে থাকলেই ভালো ছিল। কিন্তু হুয়ান লাপোর্তার সঙ্কটের সূচনা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়াটা। এরপর সেই সঙ্কট আরও বাড়িয়ে দিয়ে বার্সার ফাইনান্সিয়াল সহ-সভাপতি হাওমি জিরো পদত্যাগ করেছেন। শনিবার সকালেই বার্সার ফাইনান্সিয়াল সহসভাপতির পদ থেকে ইস্তফা পত্র জমা দিয়েছেন নতুন সভাপতি হুয়ান লাপোর্তার কাছে।
এই সংবাদটি প্রথম প্রকাশ করে স্প্যানিশ পত্রিকা দিয়ারি আরা, যারা একই সঙ্গে জানিয়েছে, হাওমি জিরো ছিলেন বার্সায় নতুন ইনভেস্ট আনার যে প্রক্রিয়া, তার সঙ্গে যুক্ত।
হাওমি জিরো হচ্ছেন একজন আইনজীবী। এর আগে তিনি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ফান্ডাসিও ক্যায়িক্সাব্যাংকে। শুধু তাই নয়, লাপোর্তার পূনরায় নির্বাচিত হয়ে আসার পেছনে অনেক বড় অর্থায়নকারীও ছিলেন তিনি।
কিন্তু নতুন বোর্ড গঠন হওয়ার পর দায়িত্ব পালন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে লাপোর্তার সঙ্গে সবার আগে বিরোধ বাধে হাওমি জিরোর সঙ্গেই। যে কারণে তিনি নিজের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন।
হাওমি জিরো চেয়েছিলেন মূলতঃ ক্লাবের ফাইনান্সিয়াল প্রেসিডেন্ট হতে। এছাড়া তিনি কোনোভাবেই নতুন বোর্ডে দায়িত্ব পালন করতে চান না। কিন্তু লাপোর্তা হাওমির এই চাওয়া পূরণ করতে রাজি নন। যার ধারাবাহিকতায় পদত্যাগ করলেন হাওমি।
এবার লাপোর্তার সামনে নতুন কাজ হচ্ছে, নতুন একজন ফাইনান্সিয়াল সহ-সভাপতি খুঁজে বের করা। যিনি দায়িত্ব নিয়ে আসবেন, তার ঘাড়ে শুরুতেই বর্তাবে ১.১৭ বিলিয়ন ইউরোর ঋণ।