November 28, 2024
জাতীয়

এক যুগ আগে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচিতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত জাফর আলী (৩৭) উল­াপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক আসামিকে বিশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ লাভলু জানান।

মামলার বিররণে বলা হয়, ২০০৪ সালে জাফর আলীর সঙ্গে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে হাসি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে হাসিকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিলেন জাফর।

এর জেরে ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর রাতে জাফর নিজ বাড়িতে হাসিকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকারিয়া হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ জাফরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করে আদালত।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *