January 19, 2025
জাতীয়লেটেস্ট

এক-তৃতীয়াংশ অঞ্চলে আজও শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭

তৃতীয় দিনের মতো দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শনিবারের (১৯ ডিসেম্বর) তুলনায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলের পরিমাণ কিছুটা কমেছে। শনিবার অর্ধেকের বেশি অঞ্চলে বইলেও আজ দেশের তিনভাগের একভাগ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

রোববার (২০ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, ফেনী, শ্রীমঙ্গল, পাবনা, বদলগাছী, যশোর, কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ও কুড়িগ্রামের রাজারহাটে। এই দুই অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে ৮ দশমিক ৫ ডিগ্রি, সীতাকুণ্ডে ৯ দশমিক ৩ ডিগ্রি, শ্রীমঙ্গলে ৭ দশমিক ৩ ডিগ্রি, ঈশ্বরদীতে ৯ দশমিক ২ ডিগ্রি, বদলগাছীতে ৭ দশমিক ৭ ডিগ্রি, দিনাজপুরে সাড়ে ৯ ডিগ্রি, সৈয়দপুরে ৯ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৫ ডিগ্রি, কুমারখালীতে ১০ ডিগ্রি, বরিশালে ৯ দশমিক ৩ ডিগ্রি, ভোলায় ৯ দশমিক ৫ ডিগ্রি ও ফেনীতে ১০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী চার দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *