এক্রিডিটেশন ইভালুয়েশন টিমের কুয়েট পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএইটিই এক্রিডিটেশনের জয়েন্ট ইভালুয়েশনের জন্য বিভিন্ন ক্লাস রুম, অনুষদ, ল্যাব ফ্যাসালিটিজ পরিদর্শন করেছে এক্রিডিটেশন ইভালুয়েশন টিম। গতকাল সোমবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সভা কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে মতবিনিময় করে এক্রিডিটেশন ইভালুয়েশন টিম।
সভায় বিশ^বিদ্যালয়ের গৃহীত বিভিন্ন প্রকল্প ও শিক্ষা ক্ষেত্রে বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সভায় বক্তব্য রাখেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। আলোচনা সভা শেষে এক্রিডিটেশন ইভালুয়েশন টিম সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।