একুশ আমার অহংকার
দ: প্রতিবেদক
আজ ১১ই ফেব্র“য়ারি। মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির ১১তম দিন। ১৯৪৭ সাল থেকে টানা ৫বছর বিভিন্ন ক্ষেত্রে ভাষা আন্দোলন চললেও এর চুড়ান্ত রূপ ধারণ করে ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে। এ মাসটি আমাদের জাতীয় জীবনে ব্যাপক গুরুত্ব বহন করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পূর্ববাংলা সফরে এসে খাজা নাজিমউদ্দিন ঘোষনা দেন যে, ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।’ তার এ ঘোষণায় ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী মহলে তাৎক্ষনিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভাষা আন্দোলনকে ব্যাপক করার উদ্দেশ্যে ৩১ জানুয়ারি বিকেলে ঢাকার বার লাইব্রেরিতে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, তমদ্দুন মজলিস, ইসলামি ভ্রাতৃসংঘ, যুবসংঘ, পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ প্রভৃতি সংগঠনের প্রতিনিধি সমন্বয়ে ২৮ বা ৪০ সদস্য বিশিষ্ট ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়। বিশিষ্ট ছাত্রনেতা কাজী গোলাম মাহবুব (১৯২৭-২০০৬) সংগ্রাম পরিষদের আহ্ববায়ক নির্বাচিত হন। – (তথ্যসূত্র: বশির আল হেলাল, প্রাগুরু, পৃ-২৭৭; আবু আল সাঈদ আওয়ামী লীগের ইতিহাস, ঢাকা। আগামী প্রকাশনী, ১৯৯৬, পৃষ্ঠা: ২৬-২৮৭)