একুশে বইমেলায় গাঙচিলের ১২৫তম লেখক সম্মেলন অনুষ্ঠিত
দ. প্রতিবেদক
গতকাল শুক্রবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ১৪ তম দিনে বইমেলার মঞ্চে সারাদিন ব্যাপি গাঙচিল এর ১২৫তম লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় গাঙচিল এর সংবর্ধনা, কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিবুল হক খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক আশরাফুন্নেসা দুলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানা শৈলী (আমেরিকা), আজমত আলী (ওয়াশিংটন) ও আবুল কালাম আজাদ (আবুধাবী)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদত, খুলনার চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এনায়েত আলী এবং বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মিঞা মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম রইজ উদ্দিন আহম্মদ। গাঙচিলের সম্মেলনে জেলা সভাপতিদের সংবর্ধনা দেয়া হয় এবং ১০৮টি গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। বইমেলার মঞ্চে সান্ধ্যকালীন আয়োজনে জাহাঙ্গীর আলম রচিত কাব্যগ্রন্থ ‘ভালবাসার রঙিন খাম’ ও আবুল বাসার মোড়লের ‘স্বপ্ন এঁকেছি মনে’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমী, খুলনার শিল্পীদের পরিবেশনায় বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়।
পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে একতারা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবিত্রী গাইন, হিমাংশু বিশ্বাস, কিশোর কুমার বাড়ৈ এবং শাহারুজ্জামান। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।