যাকিয়া সুলতানা
একুশ তোমাকে আমি করি স্বরণ
তুমি করেছো লাখো বীরকে বরন।
তুমি নিয়েছ লাখো শহিদের রক্ত
তাই মানুষ তোমাকে করে এত ভক্ত।
গেলন গেলন রক্তের বিনিময়ে
দেশকে তুমি করেছ স্বাধীন।
তাই কোটি কোটি মানুষ আজ তোমার অধীন।
লাখো লাখো বীর শহিদকে সালাম জানাই আজ
এই দেশে যেন স্বাধীন ভাবে করিতে পারি কাজ।