January 21, 2025
আন্তর্জাতিককরোনা

একদিনে স্পেনে, প্রাণ গেল ৭১৮ জনের

একদিন আগেই মৃত্যুসংখ্যায় চীনকে ছাড়িয়ে গিয়েছিল স্পেন। এবার একদিনের মৃত্যুতে ইতালিকেও ছাড়িয়ে গেল তারা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা প্রায় কেড়েছে ৭১৮ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৫ জন।

করোনাভাইরাস মহামারি রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশদের জন্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আট হাজারেরও বেশি। সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৭৮৬ জন। এভাবে বাড়তে থাকলে দু’দিনের মধ্যেই চীনকেও ছাপিয়ে যাবে তারা।

স্পেনে এপর্যন্ত ৭ হাজার ১৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন প্রায় সাড়ে ৪৬ হাজার। এদের মধ্যে ৩ হাজার ১৬৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে হাজার ৮ হাজার ২১৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৬১২।

বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত ৫ লাখ ২৮ হাজার ৫৭৭ জন, মারা গেছেন ২৩ হাজার ৯৫৯ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৬৩ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *