একতা বন্ধু সংঘের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
একতা বন্ধু সংঘের উদ্যোগে গতকাল বুধবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১৭ মার্চ শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের এর সুস্থতা কামনা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছাত্রলীগ কর্মী টি এইচ জয়। যুগ্ম সম্পাদক সুজন কুমারের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ছাত্রলীগ কর্মী দেবা দাস, অমিত দাস, সাধন, জগৎ, বাপ্পি, রাকেশ, হৃদয় প্রত্যাশা, দিপ্তী, সর্মিকা, অসিত, দিপঙ্কর, সেতু, দিলিপ, প্রতাপ প্রমুখ।