January 19, 2025
খেলাধুলা

এইচ টি ইমামের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘এইচ টি ইমাম ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তান সিভিল সার্ভিসের লোভনীয় চাকরি ইস্তফা দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। দেশ স্বাধীনের পর তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে গেছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

কর্মজীবনে এইচ টি ইমাম একজন দক্ষ, বিচক্ষণ ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। প্রবীণ এই রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ৪ মার্চ আনুমানিক রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *