উৎপাদন বন্ধ রেখে কাল ২৪ ঘন্টা ধর্মঘট
মজুরী কমিশন, বকেয়া মজুরীসহ ৯ দফা দাবীতে পাটকল শ্রমিকদের লাল পতাকা হাতে বিক্ষোভ
দ: প্রতিবেদক
খুলনা-যশোর অঞ্চলসহ সারাদেশর পাটকল শ্রমিকদের প্রস্তবাতি মজুরী কমিশন, পাটক্রয়ের অর্থবরাদ্ধ, বকেয়া সপ্তাহিক মজুরীসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে পাটকল শ্রমিকরা রাজপথে লাল পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে।
গতকাল সকাল ১০ টায় শিল্পাঞ্চল খালিশপুরের পাটকল শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ রেখে কয়েক হাজার শ্রমিক স্ব-স্ব মিল থেকে লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল বের করে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে দেশসহ খুলনা যশোর অঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দৌলতপুর, খালিশপুর, আটরা শিল্প এলাকার ইর্ষ্টান, আলিম এবং নওয়াপড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিলের মজুরী কমিশনসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে। ৯ দফা বাস্তবায়নের দাবিতে পাটকল শ্রমিক লীগ নেতারা প্রত্যেকটি মিলের সিবিএ ও নন-সিবিএ নেতাদের সাথে বৈঠক করে ৭ দিনের আন্দোলন কর্মসুচির ডাক দেয়। রোববার কর্মসুচির ৪র্থ দিনে শ্রমিকরা লাল পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে আসেন। মিছিলটি বিআইডিসি রোড, নুতন রাস্তা ও খুলনা যশোর মহাসড় ঘরে স্ব-স্ব মিলগেটে এনে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকরা অবিলম্বে মুজরী কমিশন, বকেয়া মজুরী, পাট ক্রয়ের অর্থবরাদ্ধ, অবসরপ্রাপ্ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পি,এফ, গ্রাচ্যুইটি ও বীমার টাকা প্রদান, কুণ্যপদে জ্যৈষ্ঠতার ভিত্তিতে স্ব-স্ব পদে স্থায়ীকরন, মিলগুলির ম্যাশিনারিজ বি,এম,আর,ই করাসহ তাদেও সকল দাবী মেনে নেয়ার দাবী জানান। লাল পতাকা মিছিল ও বিক্ষোভে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি ও প্লাটিনাম জুবিলী জুট মিল এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি সরদার মোতাহার উদ্দিন, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক মোঃ মুরাদ হোসেন, পাটকল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস,এম কামরুজ্জামান চুন্নু, ফরাজী নজরুল ইসলাম, আঃ মান্নান, মোঃ সেলিম আকন, বেল্লাল মল্লিক, মাওঃ হেমায়েত উদ্দিন আজাদী, দ্বীন ইসলাম, শেখ মোঃ ইব্রাহিম, শওকত মোড়ল, পান্নু মিয়া, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সাহানা শারমিন, খলিলুর রহমান, কাওসার আলী মৃধা, হুমায়ন কবির খান, আক্তার হোসেন, মিজানুর রহমান মানিক, মোঃ আবু জাফর, মোঃ আনিসুর রহমান, মাহমুদুল হাসানসহ অন্যান্য মিলের সিবিএ ও নন-সিবিএ’র নের্তৃবৃন্দ। ধারাবাহিক অঅন্দোলন কর্মসুচির অংশ হিসেবে আগামিকাল ২৪ ঘন্টা ধর্মঘট কর্মসুচি পালন করা হবে। এদিকে মজুরী কমিশন, বকেয়া মুজরী ও বেতন, পাটক্রয়ের অর্থবরাদ্ধ সহ বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে আন্দোলনরত নেতা কর্মী ও শ্রমিকদের অভিন্দন জানিয়েছে পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা। গতকাল এক বিবৃতিতে পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে শান্তিপুর্নভাবে আন্দোলন কর্মসুচি চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল নেতা কর্মী ও শ্রমিকদের রাজপথে থাকারো আহবান করেন পাটকল শ্রমিক লীগের কেন্দ্রী নেতারা।