উৎপাদন তারিখ না থাকায় সাতক্ষীরা বেকারীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
দ: প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দৌলতপুর, ফুলবাড়ীগেট এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ফুলবাড়ীগেট এলাকায় সাতক্ষীর বেকারী এন্ড কনফেকশনারী তদারকি করে দেখা যায় বিপুল পরিমানে অগ্রিম উৎপাদন তারিখ দেওয়া প্যাকেটজাত কেক, উৎপাদন, মেয়াদ উৎত্তীর্ণ তারিখ বিহীন পাওরুটি, নোংরা পরিবেশ থাকায় ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু হোটেল তদারকি করে সতর্ক করা হয় এবং সাধারণ ভোক্তাদের মাঝে লিফলেট প্যামপ্লেট বিতরণ করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা ও ক্যাব খুলনা প্রতিনিধি।